সাংগঠনিক কাঠামো:
তাহেরপুর সাংগঠনিক কাঠামোর প্রধান হলেন মেয়র বা প্রধান নির্বাহী কর্মকর্তা যার অধিনে তিনটি বিভাগ আছে। বিভাগ তিনটি হলো: ১ প্রকৌশলী বিভাগ ২. প্রশাসন বিভাগ ৩. স্বাস্থ পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগ
১. প্রকৌশলী বিভাগের প্রধান হলেন নির্বাহী প্রকৌশলী যার ২টি শাখা-পানি সরবরাহ ও নিস্কাশন শাখা এবংপূর্ত বিদ্যুৎ ও যান্ত্রিক শাখা ।
২. প্রশাসন বিভাগের প্রধান হলেন সচিব যার অধিনে ৭টি শাখা রয়েছে-সাধারণ, হিসাব, এসেসসেন্ট,কর আদায়ও লাইসেন্স, পৌর বাজার ও শিক্ষা/পাঠাগার ।
৩. স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগের প্রধান হলেন স্বাস্থ্য কর্মকর্তা যার অধিনে ২টি শাখা রয়েছে :পরিচ্ছন্নতা ওস্বাস্থ্য পরিবার পরিকল্পনা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS