Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
রানী নদী, বাগমারা
বিস্তারিত

রানী নদী:

রানী নদী, বাগমারা। বাগমারা উপজেলার দক্ষিণ পাশ্বে  বারনই নদী ।   এই বারই নদী দুই ভাগে বিভক্ত হয়ে উত্তরে প্রবাহিত নদীটির নাম রানী নদী। এ নদী উত্তর দিয়ে প্রবাহিত হয়ে ভকিন্নি নদী নামে আত্রাই  এর সঙ্গে সংযুক্ত হয়েছে। এ নদীকে কেন্দ্র করে  বাগমারা উপজেলা অনেক ব্যবসা বানিজ্য গড়ে উঠেছে। মূলত এই রানী নদীকে কেন্দ্র করে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নামক জায়গায় ব্যবসা বানিজ্য ও বসবাসের কারণে বাগমারা উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে যা বর্তমানে এটি একটি পৌরসভা ও বটে ।